নিজস্ব প্রতিবেদক ::বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওই ছাত্রীর দাদা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী হুমায়ুন কবির। মামলার আসামি হলেন স্কুলের খন্ডকালিন শিক্ষক মোহাম্মদ মাইদুল ইসলাম।
এজাহার সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার অজুহাতে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ওই শিক্ষক। এছাড়া তিনি বিভিন্ন সময় কুপ্রস্তাবসহ মেলামেশা করার জন্যও ওই ছাত্রীকে প্রস্তাব দেয়। এ ঘটনায় ছাত্রীটি গত ৬ মে প্রধান শিক্ষক বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে গত ৭ মে স্কুলের এক সভায় ওই শিক্ষককে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত করেন। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ৯ মে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১২৮