নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সরকারি জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২১ ফেব্রুয়ারী তদকালিন আওয়ামী লীগ সরকারের সময় আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মো. কবির হোসেনকে উপজেলার সদরের বাইপাস সড়কে কথিত ক্রসফায়ারে নামে হত্যা করা হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে মামলা করতে পারেনি কবিরের পরিবার। ওই ঘটনার ১০ বছর পর নিহত ছাত্রদল নেতা কবির হোসেনের ছেলে উপজেলার গৈলা ইউনিয়নের নগর বাড়ি গ্রামের আশিকুর রহমান আসিফ বাদী হয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, তৎকালীন বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ন কবিরসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করে ৮ অক্টোবর বরিশাল আদালতে একটি হত্যা মামলার জন্য আবেদন করেন। আদালত আবেদনখানা আমলে নিয়ে আগৈলঝাড়া থানাকে এজাহার হিসেবে গ্রহন করার জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে ১৬ অক্টোবর রাতে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা হিসেবে এজাহার হিসেবে গ্রহন করেন। আগৈলঝাড়া থানা মামলা নং-৬, (১৬/১০/২০২৪ইং)।
এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুশংকর মল্লিক বলেন, ওই মামলায় আগৈলঝাড়া উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারকে বৃহস্পতিবার বিকেলে পয়সাহাট থেকে গ্রেপ্তার করেন শুক্রবার বরিশাল জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯১