উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামে অন্যায় ভাবে ক্ষমতার দাপটে ওয়ারিশদের জমি আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায়- পশ্চিম জয়শ্রী গ্রামের ছোনর উদ্দিন সরদারের লোকান্তরে তার মেয়ে হাচেন বানু ওয়ারিশ মূলে জয়শ্রী মৌজায় জেএল-৮৩,এসএ খতিয়ান নং-৩৩১, এসএ দাগ নং-৩৪৪, এসএ দাগ নং-১২০২,মোট জমির পরিমাণ-৮৬ শতাংশ। খতিয়ান নং-৩৫৭,এসএ দাগ নং-২২০৯,২২১০,মোট জমির পরিমাণ-২৭ শতাংশ। এর মধ্যে ৫০.২০ শতাংশ জমি প্রাপ্ত হন। হাচেন বানু মারা যাওয়ার পরে তার ছেলে মোঃ আক্তার হোসেন হাওলাদার ও মেয়ে শিউলি বেগম ওয়ারিশ মূলে জমি প্রাপ্ত হন। উক্ত জমি নিয়ে নিকট আত্মীয় লেয়াকত আলী সরদার, মোঃ আকবর সরদার,ফারুক সরদার, এনামুল সরদার ও নুর আলম সরদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর বিকেলে পাওনাকৃত জমি ভাগ বন্টন করে বুঝাইয়া দিতে বললে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধর করার জন্য উদ্যত হয়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আমাদেরকে জমি দাবি করলে পরবর্তীতে প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ ব্যপারে ভুক্তভোগী আক্তার হোসেন হাওলাদার জানান, ওই জমি আমাদের নামে নামজাড়ি(মিউটেশন) রয়েছে। এরপরেও আমাদের ওয়ারিশ মূলে প্রাপ্ত ৫০.২০ শতাংশ জমি তারা জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা ওই ভূমিদস্যুদের কবল থেকে জমি দখল মুক্ত ও আমাদের ওয়ারিশ মূলে প্রাপ্ত জমি দখল বুঝে পাওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তকে পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৭