বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু রোগ সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এলাকাজুড়ে মাইকিং এবং লিফলেট বিতরণ করেছে আদাবর থানা বিএনপি’র নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে আদাবর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হাসান জীবনের নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয়।
আদাবর এলাকার রিং রোড, নবোদয় বাজার, শেখেরটেক, সুনিবিড় হাউজিং ও শ্যামলী হাউজিং এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদেরসহ বাসিন্দাদের ডেঙ্গু মশা প্রতিরোধে লিফলেট বিতরণ ও ডেঙ্গু রোগ সম্পর্কে সতর্ক করা হয়। এছাড়াও সিটি করপোরেশনের পাশাপাশি এই এলাকা জুড়ে ডেঙ্গু মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার আশ্বাস দেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় আদাবর থানা বিএনপির সাবেক আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ, মাসুম বাবুল, বিল্লাল পাটোয়ারী, মেহেদিজ্জামান মেহেদী ও আদাবর থানা বিএনপির আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক ও হাবিবুর হাসান হাবিব উপস্থিত ছিলেন।
এছাড়াও আদাবর থানার অন্তর্গত ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান নান্নুসহ আদাবর থানার বিএনপিসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯০