• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ২০:৫৯ অপরাহ্ণ
পটুয়াখালী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় উপজেলার মহিপুরের কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ সাংবাদিকদের জানান, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এ জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে‌। জব্দকৃত মালামাল স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চোরম্যানের জিম্মায় রাখা হয়েছে।