আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নে তিন বছর বয়সী শিশু কন্যাকে গরম চা নিক্ষেপের মামলায় ঘাতক পিতা সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চরমোনাই ইউনিয়ন শালুকা গ্রাম থেকে ঘাতক পিতা সাগরকে আটক করা হয়েছে।
থানা পুলিশ বলেন, চরমোনাই ইউনিয়ন শালুকা গ্রামের বাসিন্দা ফারহানা ইসলাম শারমিন বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে শিশুর গায়ে গরম চা নিক্ষেপ করার ঘটনায় একটি মামলা করেন, আমরা সেই মামলার সূত্রে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত আসামি চরমোনাই ইউনিয়ন শালুকা গ্রামের বাসিন্দা ইদ্রিসের ছেলে সাগর (২৭)।
মামলা সূত্রে জানা যায়,২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে ইসলামী শরিয়া মোতাবেক তাদের বিবাহ হয়। বিয়ের পড়ে শ্বশুর ও শ্বাশুড়ির উসকানিতে যৌতুকের দাবীতে ফারহানা ইসলাম শারমিনকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে মোঃ সাগর।
নির্যাতন সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা দায়ের করে।
সিআর মামলা নং-১০৭৪/২০২৪। মামলাটি বিজ্ঞ আদালতে চলমান আছে। উক্ত মামলার জেরে আরও নির্যাতনের শিকার হতে হয়। এবং তার তিন বছরের কন্যা মিম আক্তার সাগরিকা ও বর্তমানে ২মাসের অন্তঃসত্ত্বা।কন্যা সন্তান সহ গর্ভের সন্তান মেরে ফেলার হুমকি দিয়ে আসেন।
বাদী ফারহানা ইসলাম শারমিন বলেন, আমাদের স্বামী স্ত্রীর মাঝে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। আমি স্বামীর সাথে সংসার করার জন্য স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও গন্যমান্যদের নিয়ে শালিস মিমাংসা করার জন্য চেষ্টা করি। কিন্তু আমার শ্বশুর শ্বাশুড়ীদের জন্য ব্যর্থ হয়েছি।
এরই জের ধরে গত ২৮ আগষ্ট সকাল ৯ টার সময় কোতয়ালী মডেল থানাধীন ৫নং চরমোনাই ইউনিয় শালুকা গ্রামে বসত ঘরে অবস্থান করি।এসময় আমার সাথে ঝগড়া বিবাদ শুরু করে এবং আমাকে এলোপাথারী চর থাপ্পর ও কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার কন্যা সন্তান আমার নিকট ছুটে আসিলে আমার স্বামী মোঃ সাগর গ্যাসের চুলা থেকে চায়ের গরম পানি পাতিলসহ কন্যা সন্তান মিম আক্তার সাগরিকার গায়ে নিক্ষেপ করে। এতে আমার ৩ বছর ২ মাস শিশুর শরীরের বুকের বাম পার্শ্বে, বাম হাতে, পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে লাগিয়া চামড়া পুড়িয়া গুরুতর জখম হয়।
পরবর্তীতে আমার কন্যা সন্তানকে নিয়ে শের- ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক আমার কন্যা সন্তানকে হাসপাতালে ভর্তি রাখিয়া চিকিৎসা প্রদান করেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১১৫