নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় আওয়ামিলীগ নেতা সিডা নিজাম সিকদারকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।
আজ (২৪ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান। তিনি বলেন মহানগর বিএনপি'র সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার (জিয়া) এর দায়ের করা বিএনপির অফিস পোড়ানো মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে ।
আটককৃত নিজাম সিকদার (সিডা নিজাম উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া এলাকার বাসিন্দা।
তিনি আ'লীগের আমলে নিরব হোসেন টিটুলের ক্ষমার প্রভাব খাটিয়ে উত্তর আমানতগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজি,জমি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন।
গত (৫ আগষ্ট ২০২৪) সালে ক্ষমতাশীল আ'লীগ শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পড়ে তিনি আত্মগোপনে ছিলেন।
আজ শুক্রবার ২৪ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে নিজাম সিকদারকে আটক করতে সক্ষম হয়েছে।
নিজাম সিকদারের আটকের খবর শুনে স্থানীয়রা উত্তর আমানতগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন এবং কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমানসহ অভিযানিক টিমকে সাধুবাদ জানিয়েছেন
এবিষয় বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার জিয়া বলেন, নিজাম সিকদার (সিডা নিজাম) এর বিরুদ্ধে বিএনপির অফিস পোড়ানো একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় নিজাম সিকদারকে আটক করেছে পুলিশের একটি টিম। অভিযানিক টিমকে সাধুবাদ জানিয়েছে সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার জিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved