নিজস্ব প্রতিবেদক :::: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামোদ্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা রাহাত শিকদার। বিগত দিনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত থাকলেও ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর রাতারাতি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার কাধে ভর করে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাহাত শিকদার বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ফ্যাসিস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার সাথে রাজনীতি করতেন বলে জানা গেছে। তিনি আওয়ামী লীগের সকল কর্মসূচি ও নির্বাচনে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা সক্রিয় ভূমিকা পালন করেছেন। যার একাধিক ছবি ও ভিডিও প্রতিবেদকের কাছে রয়েছে।
২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর রাহাত শিকদার ভোলপাল্টে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নিজামুর রহমান নিজামের আশ্রয়ে-প্রশ্রয়ে স্বেচ্ছাসেবক দলের সকল কর্মসূচিতে যোগদান করেন। অল্প সময়ের মধ্যেই নিজামুর রহমান নিজামের একনিষ্ঠ কর্মীর তকমা গায়ে লাগিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নিজেকে মস্তবড় স্বেচ্ছাসেবক দল নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন।
এ বিষয়ে জানতে রাহাত শিকদারের মুঠোফোনে একাধিক বার কল দিলে তিনি কলটি কেটে দেন।
এ বিষয়ে বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান বলেন, গত ৮ আগষ্ট বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের মত বিনিময়ে সভায় রাহাত শিকদারকে দেখা যায়। পরে নেতা-কর্মীদের কাছ থেকে জানতে পারি তিনি নাকি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এ ব্যাপারে নিজাম ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বলেন- তার এলাকার ছোট ভাই, তার সাথে রাজনীতি করতে চায়। আগে কোন দলের সাথে সম্পৃক্ত ছিলো না।
তিনি আরও বলেন- এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে আওয়ামী লীগের কোন লোক বিএনপিতে আসতে পারবে না এবং তাদের সাথে কোন যোগাযোগ ও সম্পৃক্ততা থাকতে পারবেনা।
জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক বাপ্পি আহমেদ বলেন, নিজামুর রহমান নিজামের বরিশাল নগরীর ফকির বাড়ি রোড়ে অফিস আছে। সেখানে একান্ত ব্যক্তিগত সহকারি হিসেবে রাহাত তার সাথে থাকেন। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের অধিকাংশ নেতাই অবগত রয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নিজামুর রহমান নিজাম বলেন, রাহাতের বিষয়ে আরো কয়েকজন জানতে
চেয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক নেতাদের সাথে রাজনীতি করেন। তাদের সাথে স্বেচ্ছাসেবক দলের মত বিনিময়ে সভায় এসেছেলিন। আমি জানিনা সে কোন দলের সাথে রাজনীতি করতো।
আপনার আশ্রয়ে-প্রশ্রয়ে তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে, এমন প্রশ্নের উত্তরে নিজাম বলেন- আমি তাকে চিনি না। সে দলীয় কর্মসূচিতে এসে ছবি তুলতে পারে, কিন্তু আমি চিনি বিধায় তাকে নিষেধ করিনি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন বলেন- বিষয়টি অবাক করা মতো, বিগত দিনে রাহাত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। ৫ আগষ্ট সরকার পতনের পর হঠাৎ একদিন তাকে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে দেখতে পাই। যে লোক আওয়ামী লীগ করেছে সে উপজেলা ছাপিয়ে জেলার রাজনীতি করছে। এ বিষয়ে আমি আর কোন মন্তব্য করতে চাই না।
এদিকে দলীয় নির্দেশনা উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মী রাহাত শিকদারকে স্বেচ্ছাসেবক দলে স্থান করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা। বিষয়টি আমলে নিয়ে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved