অনলাইন ডেস্ক :: বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ সস্ত্রীক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।
ঢাকার তুরাগ থানার তারারটেক এলাকায় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত মোঃ মাহিত হাসান আরিয়ানের পরিবারকে সমবেদনা জানান। তিনি শোকাহত অন্যান্য পরিবারগুলোর খোঁজখবর নেন।
শুধুমাত্র বিমান বাহিনী প্রধান নয় একজন পিতা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ করে নেয়ার চেষ্টা করেন।
তিনি জানান, কোন ভাষায়ই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি এই পরিবারগুলোতে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান এর পত্নী সম্মানিত বাফওয়া সভানেত্রী সালেহা খান এসময় শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় জানান।
বিমান বাহিনী প্রধান সস্ত্রীক নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য যে, ঢাকার তুরাগে সম্মানিত বিমান বাহিনী প্রধান এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত কোমলমতি শিশুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এছাড়াও, আজ শুক্রবার সম্মানিত বিমান বাহিনী প্রধান এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মাসুকা বেগম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এবং বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীর সপুরায় কবর জিয়ারত করা হয়।
এছাড়াও, একইদিনে জুম্মার নামাজের পর উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠ প্রঙ্গনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান (১০) এর নামাজে জানাজায় বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল অংশ গ্রহণ করে এবং মরহুমার কফিনে পুষ্পস্তক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী আজ শুক্রবার বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় একযোগে সকল ঘাঁটিতে অফিসার্স মেসে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (ঢাকা) এর অফিসার্স মেসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন), সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম-এর শোকসন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল ও কলেজের আনুমানিক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সমবেত হন।
এসময় বাহিনী প্রধানগণ শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও, একই দিনে পবিত্র জুমার নামাজের পর একযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদসমূহে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।-
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved