পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালী জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করেন কাউন্সিল নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী। চূড়ান্ত তালিকায় সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে।
সভাপতি পদে বর্তমান আহবায়ক স্নেহাংশু সরকার কুটি ও সদস্য মাকসুদ আহাম্মদ বায়জিদ (পান্না মিয়া)। সাধারণ সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, বশির আহম্মদ মৃধা, অ্যাডভোকেট তৌফিক আলী খাঁন (খাঁন কবির), মোঃ সাইদুর রহমান তালুকদার (সাইদ তালুকদার), মোঃ মনিরুল ইসলাম লিটন ও দেলোয়ার হোসেন খান নান্নু।
এবারের কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা সবাই বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং মাঠ পর্যায়ে জনপ্রিয়তা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী ও সর্বজনগ্রাহ্য নেতৃত্ব গঠনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে পটুয়াখালী জেলা বিএনপি। ২৩ বছর পর আবারও সম্মেলনের আমেজে মুখর হয়ে উঠেছে পটুয়াখালী জেলা বিএনপি। আগামী ২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির ত্রি-বার্ষিক সম্মেলন।
এই সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছে আলোচনার ঝড়, দেখা দিয়েছে ব্যস্ততা ও উৎসবের রঙ। শহরের বিভিন্ন মোড়, দেয়াল ও গুরুত্বপূর্ণ সড়কে ঝুলছে রঙিন ব্যানার, ফেস্টুন আর পোস্টার। নেতাকর্মীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সদর রোডের বিএনপি কার্যালয়। অনেকেই করছেন দিন-রাত প্রচারণা। ভোটারদের কাছে পৌঁছাতে চলছে গণসংযোগ ও মতবিনিময় সভা।
সম্মেলনকে ঘিরে নিরপেক্ষতা ও গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রচলিত পদ্ধেিত ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুল হক ফরাজী। তিনি এই কমিশনই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে এবং কাউন্সিলরদের ভোটের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেলে অনুষ্ঠিত হবে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে। সেখানে হবে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা। সম্মেলনের মাধ্যমে জেলার রাজনীতিতে বিএনপির পুনঃউত্থান ঘটবে কি না-সেই দিকেই তাকিয়ে আছে তৃণমূল নেতাকর্মীরা।
২০০২ সালের পর এই প্রথমবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল বিভাগের মধ্যে প্রথমবারের মতো কোনো জেলা বিএনপি ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করছে। দল পুনর্গঠন ও ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনায় এ সম্মেলন গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved