নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: প্লাস্টিক দূষণ আর নয়; বন্ধ করার এখনই সময় এই -শ্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) উপ—পুলিশ কমিশনার মো. শরফুদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু।
বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা করে পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপূর্বে সকাল দশটায় নগরীর লেডিস ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved