নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::: পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইবিএ এর অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, আরবি বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদ বিন সাঈদ, স্পন্সরকারী প্রতিষ্ঠান ধানসিঁড়ি ক্যাটরিং এর ব্যবস্থাপনা পরিচালক সাইফ মাহমুদ জুয়েল, বিশ্ববিদ্যালয় পরিবহন ম্যানেজার কামরুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনর সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।
এছাড়া, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান।
এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের অর্থ সম্পাদক মো. শাকিল আহমেদ। ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অতিথিরা বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। ইফতারের আগে দোয়া ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অতিথিরা বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজন একদিকে যেমন ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখে, তেমনি নবীন শিক্ষার্থীদের মাঝে একতা ও সম্প্রীতির বন্ধনকে মজবুত করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সবার অংশগ্রহণ এক মিলনমেলায় রূপ নেয় এবং ইফতারের মাধ্যমে সম্প্রীতির দৃশ্য ফুটে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved