নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পহেলা ফাগুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বরিশালের ফুলের দোকানে ভিড় বাড়ছে। গতদিন থেকে ফুলের দোকানে প্রিয়জনদের উপহার দেয়ার জন্য বিশ্ব ভালোবাসা দিবসে ফুল কিনতে আসছেন তরুণ-তরুণীদের পাশপাশি বিভিন্ন বয়সের মানুষ।
ফাগুন মানেই বসন্তের শুরু। পাগলপারা ঋতু আর একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস বলে প্রিয়জনের জন্য ফুল কিনতে আসা। আর খোপায় গুজবেন ঘুড়ে বেড়াবেন এমন অভিব্যক্তি প্রকাশ করেন তরুণীরা।
বিক্রি নিয়ে ফুলের দোকানীরা জানায়, গেল দিন থেকে ফুলের বিক্রি বেড়েছে। তারা আশা করছেন আগের বছরের ন্যায় এবারো চাহিদার ফুল বিক্রি হবে।
এদিকে পহেলা ফাগুন, বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবসে নগরীর কয়েকটি পার্ক এবং বিনোদন স্পটে কোন ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী, গণউপদ্রব সৃষ্টিকারী বা অশালীন কর্মকান্ড না করার জন্য নগর পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে।
নিষেধাজ্ঞা থাকার কারণে দেখা গেছে বিনোদনকেন্দ্র গুলোতে কোন ভিড় নেই বললেই চলে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পড়ার কারণে ভিড় নেই বিনোদন কেন্দ্রে। যদিও কিছুটা হয় তাও হবে বিকেলে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved