বরিশালের সাবেক প্রতিমন্ত্রী শামীমকে জেল হাজতে পাঠিয়েছে আদালত!
আলোকিত সংবাদ ডেস্ক:: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সাংসদ জাহিদ ফারুক শামীমকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. নূরুল আমীন এই আদেশ প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করা হয়। এর আগে তাকে ঢাকায় বারিধারাস্থ নিজ বাসভবন থেকে রোববার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেন। এরপর সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এবং পরবর্তীতে নিরাপত্তার জন্য জেলখানায় আনা হয়।
দিনভর আদালত প্রাঙ্গণে নানা উত্তেজনাকর পরিস্থিতি শেষে রাত ৮টার দিকে তাকে বরিশাল সিএমএম কোর্টে কড়া নিরাপত্তার মধ্য এজলাসে তোলা হয়।
গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই অভিযোগে জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন।
এই মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৬ থেকে ৭ শত জনকে। এদিকে জাহিদ ফারুক শামীমকে আদালতে উপস্থিত করার খবরে সকাল থেকে আদালত চত্বরে জড়ো হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের ওপর কয়েকদফা হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আফজালুল করীম জানান, যে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে সেদিন অভিযুক্ত ব্যক্তি বরিশালেই ছিলেন না। একইসঙ্গে তিনি হৃদরোগে আক্রান্ত। তাই সার্বিক দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত জাহিদ ফারুক শামীমের রিমান্ড নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved