নিজস্ব প্রতিবেদক, আগামী ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে মার্কিন সরকার ওই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয়—এমন আলোচনার পর বিষয়টি ধোঁয়াশার সৃষ্টি হয়। বিষয়টি স্পষ্ট করে সোমবার বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিটি পাঠিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ ১৯৫৩ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও শতাধিক দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানটি ‘জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ ফাউন্ডেশন’ আয়োজন করে থাকে, যেটি একটি নির্দলীয় সংস্থা ও রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হওয়ার, দেখা করার, আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বশান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved