আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিছুর রহমান খান স্বপন (নিউ এইজ) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি বশির আহমেদ ( বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন (দখিনের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), এবং দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মিথুন সাহা (বৈশাখী টেলিভিশন), মর্জিনা বেগম (বরিশাল বেতার) ও তন্ময় তপু (নাগরিক টিভি)।
বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved