নিজস্ব প্রতিবেদক,বরিশাল:::দুই দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ভারতীয় চার নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুজন ও আগের দিন বুধবার দুজনকে আটক করা হয়। অনুপ্রবেশের ঘটনায় তাদেরকে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সুনামগঞ্জের লাফার্জ বিওপির আওতাধীন ১২৩৯ সীমান্ত পিলারের পার্শ্ববর্তী শ্যামারগাঁও এলাকা দিয়ে দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) ও একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)। পরে তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমা সীমান্ত এলাকা থেকে ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্লোমিং স্টারকে (৩২) আটক করে বিজিবি। ওই দিন একই জেলার বার্মন টিলা এলাকার গোমারুর ছেলে লোকাসকে (৫৫) আটক করা হয়। তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved