নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে মো. ইমরানকে (২৪) অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে এক অভিযানে তাদের আটক করা হয়। তারা পশ্চিমচাল এলাকার স্থায়ী বাসিন্দা। পরে আইনি ব্যবস্থা নিতে পিতাপুত্রকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর বরাতে আনোয়ারা থানার (ওসি) মো. মনির হোসেন জানান, আব্দুর রহিম খুন, ডাকাতি, ছিনতাইসহ ৭টি মামলার আসামী। এরমধ্যে কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। এসময় রহিম ও তার ছেলের কাছ থেকে ২টি বন্দুক, ৮ রাউন্ড দেশীয় গুলি ও চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved