বরিশালে ওয়ার্ড বিএনপি'র দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে!
আলোকিত সংবাদ ডেস্ক ::বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী (বিএনপির) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নগরীর ১৭ নং ওয়ার্ডে বিএনপির আহবায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী (বিএনপির) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বরিশাল মহানগর বিএনপির, আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও মহানগর সদস্য সচিব,মোঃ জিয়াউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়,বিএনপি'র হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অপরাধ তদন্তে প্রমানিত হওয়ায়, আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উল্লেখিত পদ থেকে অব্যাহতি প্রদান করা হইলো।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved