নিজস্ব প্রতিবেদক, বরিশাল::সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে সিলেটের ১৩ যুবক আটকের সত্যতা দু’দিন পর নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটকদের মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৯ জন এবং গোয়াইনঘাট উপজেলার ৪ জন।
বিএসএফ ৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সাথে আলোচনা করে আটকের বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে গত ২৩ ডিসেম্বর রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে। পরে তাদেরকে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতে আটক ১৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর ও ৪ জন গোয়াইনঘাটের বাসিন্দা।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজীব (১৯), বিলাল হোসেনের ছেলে রুহুল (২০) ও ইলালের ছেলে আরিফ (১৯), গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক (১৯), একই গ্রামের আবদুল্লাহ’র ছেলে রনি (১৯) ও বশিরের ছেলে সোহাগ (১৯), দুলতিপুরের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯) ও শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল (২৫)।
গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ূব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম (১৯) ও তামাবিলের মতিনের ছেলে নয়ন (১৯)।
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার জাফলং জিরোপয়েন্ট এলাকা দিয়ে ১৩ জন যুবক ভারতে অনুপ্রবেশ করে। রাতে ফেরার পথে তারা বিএসএফ’র হাতে আটক হন। পরে বিএসএফ তাদেরকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved