মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: মেহেন্দিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে মুক্তি যোদ্ধাপার্ক মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা আয়োজন করা হয়।
রোববার (২২ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মশিউর রহমান। সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল হাওলাদার।
প্রতিযোগিতায় ২৪টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় সোনামুখি একাদশ বনাম ব্লাক ফাইটার একাদশ। এতে নির্ধারিত সময়ে দুই দলের গোলশূন্য হওয়ায় টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় সোনামুখি একাদশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, সমবায় অফিসার শেখ আল মামুন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ, থানার এস আই বিল্লাল হোসেন, এস আই ফুয়াদ হোসাইন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক শাহীন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি হাশেম রাড়ি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। খেলাটি পরিচালনা করেন রাজু আহমেদ, ফারহানুল ইসলাম ফাগুন, রায়হান, মায়াজ,রাকিবসহ স্থানীয় গন্যামান্যসহ ক্রীড়াপ্রেমীরা।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved