পটুয়াখালী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নৌবাহিনী'র বাজার মনিটরিং!
আজ (১৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাহেরচর বাজারে প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালী'র দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মহসিন কবির মৃধার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং ওজনে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় আট মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মধ্যস্বত্ত্বভোগীদের সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ কিনে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করে।
এতে ভোক্তারা বঞ্চিত হয়। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, মাংসের দোকানেও বেশি দামে মাংস বিক্রির অভিযোগ ছিলো।
মাছ-মাংসের কিছু দোকানে মাপার যন্ত্রে সমস্যা দেখা গেছে। তারা এর মাধ্যমে ভোক্তাকে ওজনে কম দিতো। সেসব জব্দ করা হয়েছে। সবাইকে নিয়ম মেনে যথাযথভাবে ব্যবসা করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved