অনলাইন ডেস্ক ::: সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এখন ময়নুলকে কোনো দেশে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
৬ আগস্ট নতুন আইজিপি নিয়োগ পান ময়নুল ইসলাম। ওই সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২০ নভেম্বর মায়নুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, নতুন পুলিশের মহাপরিদর্শক নিয়োগ পান অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা বাহারুল আলম।
ময়নুল ইসলাম ১৯৯১ সালের ২০ জানুয়ারি বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved