আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশালে বিএনপি নেতা পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস আটকিয়ে লুট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা টু বরিশাল-কুয়াকাটাগামী একটি বাস হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় থামিয়ে বিএনপি নেতা পরিচয় দিয়ে তিন যুবক তল্লাশী করে।
এসময় গাড়িতে থাকা খোরশেদ আলম নামে এক যাত্রী একটি ভিডিও ক্লিপ ধারণ করেন।
ভিডিও ক্লিপে শোনা যায়, পাশ থেকে এক যুবক বলছে, মেহেদী অটোরিক্সায় মালামাল গুলো উঠিয়ে আমাদের অফিসে নিয়ে যাও।
গতকাল সোমবার(১৬ সেপ্টেম্বর গভীর রাতে চৌমাথা এলাকায় ঘটনাটিঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটায় বাস যোগে সুতার জাল যাচ্ছিলো।
এসময় ঐ দুই যুবক হোন্ডা নিয়ে বাসের সামনে দাড়িয়ে গতিরোধ করে বাস তল্লাশী করে বিপুল পরিমাণ সুতার জাল গুলো নিয়ে যায়।
তবে ভিডিও সূত্রে, হোন্ডা চালক দুই যুবকের নাম ঠিকানা সংগ্রহ করতে অনুসন্ধানে এই প্রতিবেদক কাজ করছে।
বিস্তারিত ভিডিও ক্লিপসহ আগামী (পর্বে) আসছে ,,,,,,,,
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved