আলোকিত সংবাদ ডেস্ক ::
এবার পুলিশের আরও ১২ ডিআইজিকে রদবদল করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) পুলিশের আইজি ময়নুল ইসলামের সই করা এক অফিস আদেশে ডিআইজিদের রদবদলের কথা জানানো হয়েছে।
তারা হলেন- মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আকরাম হোসেন, আবু নাছের মোহাম্মদ খালেদ, মোসলেহ উদ্দিন আহমদ, মোহাম্মদ আতাউল কিবরিয়া, ড. শোয়েব রিয়াজ আলম, মো. রেজাউল করিম, মো. আমিনুল ইসলাম, মো. কামরুল আহসান, মো. রুহুল আমিন, কাজী জিয়া উদ্দিন এবং তাপতুন নাসরীন।
এসব কর্মকর্তাকে পুলিশ সদর দফতরের বিভিন্ন শাখায় পদায়নের কথা বলা হয়েছে আদেশে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved