অনলাইন ডেস্ক :::আবদুল মজিদের বাড়ি ময়মনসিংহে। জাতীয় ক্রিকেট লিগে এত দিন ঢাকা বিভাগই ঠিকানা ছিল এই ওপেনারের। এবার অবশ্য ঠিকানা পাল্টেছে, মজিদ ২৬তম জাতীয় লিগে খেলছেন বরিশালের হয়ে। সেই দলের হয়ে দ্বিতীয় ম্যাচেই আজ সেঞ্চুরি পেয়ে গেলেন মজিদ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ১৩৪ রান করার পর পেশির টানে অবসর নিতে বাধ্য হন মজিদ। প্রথম শ্রেণির ক্যারিয়ারের তাঁর ১৩তম সেঞ্চুরিটি সাজানো ১৫টি চারে। ২৫৫ বল খেলেছেন তিনি। মজিদ-সতীর্থ সালমান হোসেন করেছেন ৭৩ রান।
দ্বিতীয় দিনের শেষ সেশনে শুরু হওয়া ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। মজিদদের বরিশাল প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। এর আগে খুলনা তাদের একমাত্র ইনিংসে ৯ উইকেটে ৪০৮ রান করেছিল ২৪৬ বলে ৭৫ রান করেছেন নাঈম ইসলাম ২৪৬ বলে ৭৫ রান করেছেন নাঈম ইসলামফাইল ছবি।
ড্র হয়েছে বিকেএসপিতে রংপুর-ঢাকা বিভাগ ম্যাচটিও। ২ উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা রংপুর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৬৫ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। রংপুর ১৬৫ রান করে ১০১ ওভারে। ২৪৬ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন অভিজ্ঞ নাঈম ইসলাম। রংপুর প্রথম ইনিংসে করেছিল ২৫৩ রান। ঢাকা বিভাগ একমাত্র ইনিংসে করে ৩২৭ রান।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved