নিজস্ব প্রতিবেদক : অলি আহমেদ, ক্রিয়েটিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েট (সিপিডিএ)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে।
২৫ অক্টোবর (শুক্রবার) বিকালে সিপিডিএর সভাপতি
মো: মনিরুজ্জামান শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে ফার্মগেট অফিসে ঘরোয়া পরিবেশে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এর আগর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ৭দিন ব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কিত ৯ টি মুল্যবান সেশন (ফ্রি) সফলতার সাথে সম্পন্ন করেন।
এতে বক্তব্য রাখেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার, প্রেসিডেন্ট, ইন্ডস্ট্রিয়াল ইন্জিয়ারস এসাসিয়েশন, বাংলাদেশ, মো: রাসেল বিশ্বাস, সিএইচআরও-সার্কেলস, আবদুল মাবুদ (তুষার) হেড অব বিজনেস, ভীফিন সলিউশনস লিমিটেড, সফিকুল ইসলাম চানরাজ, প্রেসিডেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল ও ব্রেইন টক, যুবনেতা ফেরদৌস হাসান টুটুল গাজী সহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মো: মনিরুজ্জামান, সিপিডিএএর সিইও ও ফ্যাসিলিটেটর- পিজিডিএসসিএম প্রোগ্রাম, প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রকিউরমেন্ট, কমার্শিয়াল ও এসসিএম প্রফেশনালস ওয়েলফেয়ার সোসাইটি (বিপিসিএসপি), এ সময় আরো বক্তব্য রাখেন সিপিডিএর পরিচালক মো: জাকির হোসেন।
বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য বিষয় ছিল উপস্থিত অতিথিগন ও শিক্ষার্থীদের অনুভুতি প্রকাশ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী।
অনুষ্ঠানটির সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন প্রকৌশলী আল আমিন খান সুমন ইয়ুথ এমব্যাসেডর সিপিডিএ, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তাহমিনা আক্তার। পুরো প্রোগ্রামের আয়োজনে ছিলেন সুইটি রহমান, কোর্স কোর্ডিনেটর, সিপিডিএ।
মো: মনিরুজ্জামান সমাপনী বক্তব্যে বলেন সদ্য গ্রাজুয়েন সম্পন্ন করা, বা যে কোন চাকুরী প্রত্যাশীগন ক্যারিয়ার সিলেকশনে অনিশ্চয়তায় থাকে, এদের কথা মাথায় রেখেই প্রতি বছরের ন্যায় এবারো ৭দিন ব্যাপি ৯টি ফ্রি সেশনের আয়োজন করা হয় যেখানে ৯ জন স্বনামধন্য ফ্যাসিলিটেটর সময়োপযোগী মুল্যবান টপিক নিয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন। ভবিষ্যতেও এরকম আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৫৯