নেত্রকোনার মদনে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে চানগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহীন মিয়া সদরের কুলিয়াটি গ্রাম ও জসিম উদ্দিন মৈধাম গ্রামের বাসিন্দা। তাঁরা দুজন মদন উপজেলার আওয়ামী লীগের কর্মী।
মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান এখলাছসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর আসামিরা দলবদ্ধ হয়ে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মেহেদি হাসান মিন্টুর দোকানে হামলা চালায়। এ সময় তাঁর দোকানে ভাঙচুর করে মালপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ‘মেহেদি হাসান মিন্টু ওরফে নবাবের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামি শাহীন মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved