নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি গ্লোবাল টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্লোবাল টেলিভিশন) সম্প্রচার সেবা আজ দুপুর ২ টায় বিছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার সেবা চালু করা হবে।
এর আগে গত ১৯ আগস্ট একই কারণে গ্রিন টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ ঘোষণা করে বিএসসিএল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিভিশনটির সম্প্রচার সেবা এখনও বিচ্ছিন্ন অবস্থায় আছে।
সম্পাদক ও প্রকাশকঃ রিপন হাওলাদার
ঠিকানা: ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
মোবাইল: 01721-976302 ইমেইল: alokitosangbad8200@gmail.com
© Copyright, All Rights Reserved