• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে বেলসপার্ক মাঠে কোনায় কোনায় দর্শনাথীদের ঢল!

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুন ৯, ২০২৫, ২০:০২ অপরাহ্ণ
ঈদের ছুটিতে বেলসপার্ক মাঠে কোনায় কোনায় দর্শনাথীদের ঢল!
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক ::: পবিত্র ঈদুল আজহা’র তৃতীয় দিনে বেলস পার্ক মাঠের কোনায় কোনায় দর্শনার্থীদের ঢল!

আজ সোমবার (৯ জুন) বিকালে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক, প্ল্যানেট (শিশুপার্ক) বেলসপার্ক, ত্রিশ গোডাউনসহ বিভিন্ন পর্যটক এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমাতে দেখা গেছে।

আকাশ ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (১০দিন) সরকারী ছুটি পেয়ে আজ আমার পরিবার পরিজন নিয়ে বেলসপার্ক মাঠে ঘুড়তে আসলাম। পরিবেশটা খুবই সুন্দর কিন্তু আবহাওয়ার( গরমের) জন্য বাচ্চাদের নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।

দর্শনার্থী সাবিনা আক্তার জানান, আমার স্বামী, সন্তারসহ ত্রিশ গোডাউন কীর্তনখোলা নদীর তীরে ঘুড়তে আসছি। এখানে পরিবেশটা খুব সুন্দর।

সুমন হোসেন নামে এক যুবক বলেন, আমি বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা পার্কে ঘুড়তে আসছি। মুক্তিযোদ্ধা পার্ক কীর্তখোলা নদীর তীরে হওয়ায় পার্কটা অনেক সুন্দর কিন্তু এখানের লাইটিং ব্যবস্থাটা খারাপ। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিছু কিশোর ও যুবক ছেলেদের অশ্লীলতা চোখে পড়লো। এতে আমাদের পরিবার পরিজন নিয়ে ঘুড়তে সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতিদ্রুত লাইটিং ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন।

বেলসপার্ক চায়ের দোকান্দার মামুন বলেন, ঈদের প্রথম দিন মাঠে কোনো দর্শনার্থীদের দেখা যায়নি। তবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে বেলসপার্ক মাঠে পর্যটকরা ভির জমিয়েছে।

সুমাইয়া নামে এক তরুণী বলেন,বেলসপার্ক মাঠে বান্ধবীদের নিয়ে ঘুড়তে আসলাম। মাঠের চার পাশে গাছ, লাইটিং, পাবলিক টয়লেট ও মসজিদের ব্যবস্থা দেখে মুগ্ধ হলাম।কিন্তু মাঠের ভিতরে বৃষ্টির পানি জমে থাকায় ও ঘাসে বসতে সমস্যা হচ্ছে।

কাউনিয়া এলাকার বাসিন্দা মোঃ সোহেল খান বলেন নগরীর বিভিন্ন পর্যটক এলাকা ঘুরে আসলাম। আমাদের কোনো সমস্যা হয়নি। এটার কারণ হচ্ছে সেনাবাহিনী, থানা পুলিশ, ডিবি পুলিশসহ সাদা পোষাকে আইন শৃঙ্খলবাহী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে আশা যাত্রী ও নগর বাসিদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশীসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিএমপি এলাকায় সংশ্লিষ্ট সকল থানার পুলিশ টহলে রয়েছে।