• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় হাবিব হ*ত্যা মামলার আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৬:৩৫ অপরাহ্ণ
নেত্রকোনায় হাবিব হ*ত্যা মামলার আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে
সংবাদটি শেয়ার করুন....

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার কোদালের আঘাতে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের স্ত্রী মালা বেগম বাদী হয়ে ৫ এপ্রিল খালিয়াজুরী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ১ মাস পেরিয়ে গেলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী পরিবারের দাবি, পুলিশ ইচ্ছা করেই আসামিদের গ্রেফতার করছেন না।

মামলা সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ও তার চাচাতো ভাই জয়নাল মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের মধ্যেই ধান শুকানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতনণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে জয়নালের ছেলে তারাব নূর কোদাল দিয়ে তার চাচা হাবিবুরের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী নিহতের স্ত্রী মালা বেগম আক্ষেপ করে বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনরকম সহযোগিতা করছেন না। আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ান আমাদের চোখের সামনে। আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

খালিয়াজুরী থানার অফিসার্স ইনচার্জ মকবুল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।