• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্রের সালমান শাহ এক ইতিহাসের নাম: শাবনূর

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪, ২০:৩৩ অপরাহ্ণ
চলচ্চিত্রের সালমান শাহ এক ইতিহাসের নাম: শাবনূর
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক :: ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’ কিংবা ‘আনন্দ অশ্রু’র মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। পরলোকগমনের ২৮ বছর পরেও তিনি এখনও মানুষের চর্চিত। বলা হচ্ছে স্বপ্নের নায়ক সালমান শাহ’র কথা। আজ এ নন্দিত অভিনেতার জন্মদিন।

সালমানের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিপারহিট সিনেমা উপহার দিয়েছেন সালমান শাহ।

আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। ’

আরও বলেন, ‘জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন। ’