নিজস্ব প্রতিবেদক,বরিশাল ::: ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা থেকে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে পূর্ব টেপাখোলার নজরুলের বাড়ীর রান্না ঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, বুধবার কোতোয়ালি থানায় এসে কামরুন্নাহার নামে এক মহিলা অভিযোগ করেন তার স্বামীর বিরুদ্ধে। তিনি জানান, তার স্বামী ফয়সালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায পিস্তল ঠেকিয়ে ধরে।
এমন অভিযেগের ভিক্তিতে বৃহস্পতিবার দুপুরে কামরুন্নাহারের স্বামী ফয়সালকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। পরে ফয়সালের দেওয়া তথ্য মতে নজরুল নামে আরেক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরবর্তিতে শুক্রবার মধ্যরাতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে সেই অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় নজরুলের বাড়ীর রান্না ঘরের মধ্য আরো ১ টি ম্যাগজিন ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে রিমান্ডের আবেদন করা হবে
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৩