নিজস্ব প্রতিবেদক::: যোগদান না করে ফিরে গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, আজ রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এসে ট্রেজারার যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন। এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে থাকাকালীন দুর্নীতিতে যে জড়িয়ে পরেন তা তুলে ধরেন ছাত্ররা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘নতুন ট্রেজারার গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে যোগদান করতে আসেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে যোগদান করতে পারেনি।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৮