মেহেন্দিগঞ্জ প্রতিনিধি, ফয়সাল হাওলাদার //ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল।এই স্লোগান কে ধারণ করে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দনপুর ইউনিয়নে টি আই এম মতিউর রহমান ও মোহাম্মদ আলী টেনু মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির ও জহিরুল ইসলাম রোকনের পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হাওলাদারের দিক নির্দেশনায় সেপ্টেম্বরের ১৯ তারিখ ৬ দল নিয়ে ফুটবল খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চরখাজুড়িয়া একাদশ, নাদেরহাট জুনিয়র একাদশ, ছোন খেলা জুনিয়র একাদশ, ভাসান চর একাদশ, উচাপোল জুনিয়র একাদশ, গাজীরহাট একাদশ।
এবং ফাইনাল খেলায় ভাসানচর একাদশ কে হারিয়ে ফাইনালে জয়লাভ করেন উচাপোল জুনিয়র একাদশ।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত খেলায় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক প্রিন্স হাওলাদার, মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ সিকদার আরজু, মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলার আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই এমন একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য। এবং যুব সমাজ কে খেলায় মনযোগী করার জন্য।
এমন ভালো কাজের পাশে উপজেলা বিএনপি সব সময় থাকবে। এছাড়াও কাজীরহাট থানা প্রশাসনকে মাদকের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বলেন। আমার নাম ও বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যেনো অনিয়ম ও অপরাধ না করতে পারে, সে ব্যাপারে সর্তকতা করেছেন সবাইকে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৩৪