• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসনের মা ইলিশ রক্ষা যৌথ অভিযানে আটক ৭

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসনের মা ইলিশ রক্ষা যৌথ অভিযানে আটক ৭
সংবাদটি শেয়ার করুন....

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::মা ইলিশ রক্ষায় অন্তবর্তীকালীন সরকারের দেওয়া কঠোর নির্দেশনা পালনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মৎস্য কর্মকর্তারা।

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ও মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেনের সার্বিক সহযোগিতায় গতকাল মা ইলিশ সংরক্ষণ অভিযান – ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ৭ জনকে আটক হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শাহরুখ আলম শান্তনু আটককৃত আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত আসামীরা হলেন শাহীন গাজী (৩২), মো. মাইনুদ্দিন (৩২), মো. আনোয়ার হোসেন ( ২৪), মো. ইমন শেখ (২২), মো. তারেক (১৯), সুমন মোল্লা (৩৮) ও বেল্লাল খা ( ৩৮)।

এছাড়াও আটকের সময় আসামীদের কাছ থেকে ২০ কেজি জাটকা ইলিশ মাছ ও ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করে দেওয়া হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য অভিযান সম্পর্কে উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, দেশে মা ইলিশ একটি গুরুত্বপূর্ণ সম্পদ, দেশের সম্পদ আমাদের সবাইকে রক্ষা করা উচিৎ। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা ঠিক না। জেলেরা কোন ভাবে যেনো মা ইলিশ ধরতে না পারে, সে ব্যাপারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সদাজাগ্রত। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।