উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে মা-ইলিশ রক্ষা অভিযানে বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ অক্টোবর) ভোর ৫ টায় উজিরপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ কুমার নাগের নের্তৃত্বে মা-ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মৎস্য ইলিশ শিকারের সময় হাতেনাতে ইলিশ ও জালসহ ২জনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন আটককৃত রতন মৃধা(৫৫), আসাদুল (৩৫)কে ১০ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করেন।
এসময় উপস্থিত ছিলেন,উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন, এএসআই মহিউদ্দিনসহ পুলিশের টীম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকৃত ২৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় ও ১০ হাজার মিটার জাল পুড়ে বিনষ্ট করা হয় ও ২ জেলেকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১১৯