• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহানগর বিএনপি’র নির্দেশনা মানছে না, ওয়ার্ড বিএনপির সচিব বারুদ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪, ২১:৫৪ অপরাহ্ণ
মহানগর বিএনপি’র নির্দেশনা মানছে না, ওয়ার্ড বিএনপির সচিব বারুদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর ২নং ওয়ার্ড বি,এন,পির সাধারন সম্পাদক আরিফুজ্জামান বারুদের ত্রাস থামছেই না, এলাকার জমি দখল, চাদাবাজি, ইয়াবা ব্যবসাসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত বুধবার ১০ সেপ্টেম্বর বিকেলে মনসা বাড়ি গলির ব্যবসায়ী রফিজুল হক মুসার উপর হামলার ঘটনা ঘটে। আ-লীগ সরকারের পতনের পর থেকেই আগুনের মত জ্বলে উঠেছে এই বারুদ, কাউকেই যেনে তোয়াক্কা করছরেনা (বারুদ)।

স্থানীয় এক কলেজ শিক্ষক সহ আরো একাধিক ব্যাক্তিকে চাঁদার জন্য মারধর করেছে বলে জানা যায়। বারুদ বিগত দিনে আওয়ামীলীগের ছত্রছায়ায় ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে এসেছে। আওয়ামীলীগের সময় তার মাদক ব্যবসা পরিচালনা করতো ছাত্রলীগ ক্যাডার রইজ আহমেদ মান্নার কর্মী নগেন শুভ, রাসেল(কালা রাসেল), টিয়া সুমন, সিহাব(শ্রমিকলীগ এর সাংগঠনিক),তায়েবসহ আরো অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেছেন গত ৫ই আগস্টের পরে বারুদ অনেক বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

এখন বর্তমানে তারা সকলেই বারুদের মাধ্যমে আওয়ামী লীগের খোলস পাল্টে, বিএনপি’র রূপ ধারণ করেছে। এতদিন এই সকল ছাত্রলীগের জন্য আতঙ্কে থাকতো কাউনিয়া বাসি। এখন আবার এরাই কলঙ্কিত করছে ছাত্রদল ও স্থানীয় বিএনপিকে। শুধু তাই না বিএনপি অফিস ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার সময় রইজ আহমেদ মান্না ছত্রছায়ায় ছিল তারা। বর্তমানে তাদেরকে দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন ও ছত্রছায়া দিচ্ছেন এই বারুদ।