• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ২২:৫৮ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক::: ২০২৩-২৪ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। এদিকে ২১ অক্টোবর প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৭৭টি আসন পূরণ হয়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭০। এর মধ্যে ক ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৩৭ টি, খ ইউনিট (মানবিক) ২০টি এবং গ ইউনিটে ২০টি আসন ফাঁকা আছে। কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হবে। যারা বিষয় নির্ধারণে মেধায় এগিয়ে থাকবে, তারাই শূন্য আসনে ভর্তির সুযোগ পাবে। এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ১৬ হাজার ৪০৯ জন।